মোঃ রাশিদুল ইসলাম, মাগুরাঃ
যথাযথ ভাবগাম্ভীর্য ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে শুক্রবার মাগুরার শ্রীপুরে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে । এ উপলক্ষে সকাল ৯ টায় উপজেলা চত্বর থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এসে শেষ হয় । সেখানে আলোচনা সভা, সাপ খেলা, গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্যবাহী লাঠি খেলা ও ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
এ সকল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) শ্যামানন্দ কুণ্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, ওসি তদন্ত লিটন কুমার দাস, শ্রীকোল ইউপি চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান সবুর খান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক শিশির কুমার শিকদার, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অপূর্ব মিত্রসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply