মোঃ রাশিদুল ইসলাম,মাগুরাঃ
মাগুরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অর্ধশতাধিক অসহায়,দুস্থ,গরীব, প্রতিবন্ধী,এতিম ও বিধবাদের মাঝে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৭ এপ্রিল )দিনব্যাপী শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় পরিবার গুলোর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন সংগঠনটি।
মাগুরা ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল হাদী শামীমের নেতৃত্ব অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাব মাগুরার মিডিয়া বিষয়ক সম্পাদক মানবিক ব্যাক্তিত্ব সাংবাদিক মো:রাশিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক মো:নুরুল হুদা প্রমুখ।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল হাদী শামীম বলেন, আমাদের স্লোগান হলো মানবতার সেবায় আমরা মাগুরাবাসী, এ স্লোগানকে সামনে নিয়েই সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য। সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিদের তিনি অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর আহব্বান জানান।