মাদক বিরোধী অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
সেলিম আহমেদ,
কুলাউড়া উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজার জেলাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব বিনয় ভূষন রায় এর নেতৃত্বে এসআই/মোঃ মহসিন তালুকদার ও এএসআই/মোঃ আবু আহমেদ সুজন সঙ্গীয় অফিসার ফোর্সসহ গত ০৫-০৫-২০২১ খ্রিঃ তারিখ কুলাউড়া থানাধীন ০৮নং রাউৎগাঁও ইউপির অন্তর্গত উত্তর কৌলা গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী কয়েছ মিয়ার বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনাকালে মাদক ব্যবসায়ী কয়েছ মিয়া (৩৫), পিতা-মৃত আলমাছ মিয়া, সাং-উত্তর কৌলা, জেলা-মৌলভীবাজার এর দেহ তল্লাশী করিয়া ৩০ পিছ ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া (২৫), পিতা-জরা মিয়া, সাং-চকেরগাঁও, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার এর নিকট হইতে ২৫ পিসসহ সর্বমোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-০৫(০৫)২১ খ্রিঃ রুজু করা হয়েছে। উক্ত মামলায় আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।