মোঃরোমান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে একটি ফার্মেসী ও মাস্ক ব্যবহার না করায় একটি সেলুনকে জরিমান করেছে ভ্রাম্যমান আদালত।
আজ মঙ্গলবার (নভেম্বর-১৭)দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন কালকিনি থানা পুলিশের সহযোগীতায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যম এ জরিমানা করেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন বলেন , উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গালীব ফার্মেসীর পরিচালক বাহারউল্লাহ দীর্ঘদিন ধরে মানহীন মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করে আসছিলেন।
এ বিষয়টি জানতে পেরে ইউএন আলমগীর হোসেন অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে গালীব ফার্মেসীর পরিচালককে ৫ হাজার টাকা ও পাশের একটি সেলুনকে মাস্ক ব্যবহার না করায় ১০০০ হাজার টাকা জরিমানা করেন।
এসময় কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাইকিং করে মেয়াদোত্তীর্ণ মানহীন ওষুধ পরিহার করার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
এছাড়া মাস্ক পরার জন্য সবাইকে বিনীত ভাবে অনুরোধ করে।