, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডি.এম.আই.ই) পদ্ধতি বিষয়ক দিনভর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় উপজেলা পরিষদ কমপ্লেক্স সভা কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনভর উপজেলা পর্যায়ে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পভুক্ত রাজৈর উপজেলার ৯ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর (AACO) ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পে নিয়োগপ্রাপ্ত গ্রাম আদালত সহকারীগণ (VCA) অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি উদ্ধোধন করেন রাজৈর উপজলার নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আনিসুজ্জামান ও জনাব আজহারুল ইসলাম, উপপরিচালক, স্থানীয় সরকার মাদারীপুর।
এছাড়া আরও প্রশিক্ষণে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে দিক-নির্দেশনা প্রদান করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ জনাব মরণ কুমার চক্রবর্তী ও বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের সিনিয়র প্রজেক্ট ম্যানেজার জনাব সরদার আসাদুজ্জামান।
ডিএমআইই পদ্ধতি অনুসারে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক উপজেলা নির্বাহী অফিসার বরাবর, উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক উপ-পরিচালক, স্থানীয় সরকার কর্তৃক মহাপরিচালক, পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (মইই) অনুবিভাগকে দৃষ্টি আকর্ষণপূর্বক সচিব, স্থানীয় সরকার বিভাগ বরাবর প্রতিবেদন প্রেরণ করার নির্দেশনা রয়েছে।
দিনব্যাপী এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট বিষয়ে সেশন পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর চৌ. মো. খালিদ হোসেন এরশাদ, সহযোগী সংস্থা মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের জেলা সমন্বয়কারী এ্যাড. মো. মশিউর রহমান পারভেজ।