মাদারীপুরে পরীক্ষার দাবিতে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ মানববন্ধন
আরিফুর রহমান,মাদারীপুরঃ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা কার্যক্রম স্থগিত ঘোষণার প্রতিবাদে মাদারীপুরে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মাদারীপুর সরকারি কলেজ প্রাঙ্গনে ও কলেজের সামনের সড়কে পরীক্ষার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে অত্র কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা নানা স্লোগানে বিক্ষোভ মিছিল করে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যর ঠাই নাই’ ‘সরকারের কি শিক্ষানীতি, একই দেশে দুই নীতি’, ‘বৈষম্য মানি না, মানবো না, মানবো না’, ‘চলমান পরীক্ষা দিতে চাই, নিতে হবে’, ‘স্থগিত আদেশ প্রত্যাহার চাই, প্রত্যাহার চাই, ‘ভিসি স্যারের সিদ্ধান্ত মানিনা, মানবো না, ‘সাত কলেজের পাশ করবো, আমরা কি পঁচে মরবো?’ ‘প্রশাসন জবাব চাই, জবাব চাই, জবাব চাই’। ‘শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ কেন, প্রশাসনের জবাব চাই?, ‘আবাসিক হল বন্ধ কেন, প্রশাসনের জবাব চাই?’ ‘দাবী আমাদের একটাই পরীক্ষা চাই পরীক্ষা চাই’ এমন নানা স্লোগানে মুখরিত হয়ে উঠে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন। মানববন্ধনের নেতৃত্ব দেয় নাঈম সরদারসহ অনেক শিক্ষার্থী।
আরিফুর রহমান মাদারীপুর
২৫-০২-২০২১