মাদারীপুর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত।
সিনিয়র স্টাফ রিপোর্টার: আরিফুর রহমান
মাদারীপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এর আগে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ আ ফ ম বাহাউদ্দিন নাসিমের বাবা-মায়ের কবর জিয়ারত এবং শহরের পৌর ঈদগাহ মাঠে দেড় হাজার দুস্থ ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেন।
প্রতিনিধি সভায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মিরাজ হোসেন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মোবাশ্বের চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মোল্লা, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খালিদ হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তানবীর, দপ্তর সম্পাদক জয়নাল আবেদিন, জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার প্রমুখ।
প্রতিনিধি সভায় নির্মল রঞ্জন গুহ বলেন, স্বেচ্ছাসেবক লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের হাতে গড়া সংগঠন। এই সংগঠনের প্রত্যেক সদস্য সেবার মানসিকতা নিয়ে সব সময় মাঠে থাকে। বন্যা-খড়া, করোনা দুর্যোগসহ যেকোন পরিস্থিতিতে দলের নেতাকর্মীরা গণমানুষের সেবা দিতে প্রস্তুত। আমরা সকল নেতাকর্মীরা এই মানসিকতা নিয়েই সামনের দিকে এগিয়ে যাচ্ছি।
সিনিয়র স্টাফ রিপোর্টার:আরিফুর রহমান
১৫/০১/২০২১
০১৯৩৬৩১৬২০৫
Leave a Reply