মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে চাইল্ড হুড চ্যারেটির ২৩তম দিনের ইফতার বিতরণ
আল আমিন আহমেদ নাঈম, সিলেট সদর প্রতিনিধিঃ
ইউকে প্রবাসী বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজন এর আর্থিক সহযোগিতায় এবং “চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি)” এর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে “ইফতার বিতরণ কর্মসূচী-২০২১” এর ধারাবাহিকতার অংশ হিসেবে বৃহস্পতিবার রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিবন্ধী ব্যক্তি ও সিলেট নগরীর পাঠানটুলাস্থ জামিয়া ইসলামী গোয়াবাড়ী মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে ২৩তম দিনের ইফতার বিতরণ করা হয়।
যার ধারাবাহিকতায় এখন পর্যন্ত শত শত ইফতার বক্স তুলে দেওয়ার প্রচেষ্টা নেওয়া হয়েছে রোজাদারদের হাতে।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব আতাউর রহমান খান শামছু, সিলেট ব্লাইন্ড ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান জি ডি রুমু, চাইল্ডহুড ফ্রেন্ডস চ্যারিটি (সিএফসি) সমন্বয়ক প্রদীপ ধর রন্টু, মইনুল ইসলাম, তন্ময় নাগ তনু, জুবের আহমদ, রহমানীয়া প্রতিবন্ধী কল্যাণ ফাউন্ডেশনের অফিস সম্পাদক তরুণ সমাজকর্মী আল আমিন আহমেদ নাঈম।
ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য কালে আলহাজ্ব আতাউর রহমান খান শামছু বলেন, বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যের আলোকে ভিন্ন ধর্মের হয়েও সংগঠকদের অনেকেই এই পূর্ণ্যের কাজে নিজেদের নিয়োজিত রেখেছেন এটি সমাজের কাছে শিক্ষনীয় হয়ে থাকবে। এই মাস ব্যাপী মহতী কর্মসূচীর উদ্যোগ গ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আরো বলেন, রহমত,বরকত ও মাগফেরাতের এই মাসে তাকওয়া ও বিশুদ্ধতা অর্জনের পাশাপাশি রোজাদারদের বিশেষ করে সুবিধা বঞ্চিতদের জন্য এধরনের কর্মসূচী প্রশংসনীয়।