আশরাফুল ইসলাম সবুজ ঃ
বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও করোনা মহামারীর সম্মুখ যোদ্ধা কৃষিবিদ সমীর চন্দ সহ উনার পরিবারের আশু রোগমুক্তি কামনাই মাধবদী থানা ও শহর কৃষক লীগের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ জুলাই) মাধদবী কৃষক লীগের দলীয় কার্যালয়ে মাধবদী থানা কৃষক লীগের কৃষক লীগের আহবায়ক খায়রুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মাধবদী থানা কৃষকলীগের সুখরঞ্জন বণিক এর সঞ্চালনায় অনুষ্ঠিনটি শুরু হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষক লীগের
সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক এডঃ নজরুল ইসলাম রিপন, নরসিংদী জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টার, নরসিংদী জেলা কৃষক লীগের সহ- সভাপতি মনির হোসেন খন্দকার, নরসিংদী জেলা কৃষক সহ-সভাপতি আকরাম হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, বন ও পরিবেশ সম্পাদক সাইফুল ইসলাম সনেট, প্রাণী ও মৎস্য বিষয়ক সম্পাদক মামুন মিয়া, কার্যকারী সদস্য আব্দুল জব্বার মিয়া, মাধবদী শহরকৃষক লীগের আহ্বায়ক হাজী আল-আমিন মিয়া, মাধবদী শহর কৃষকলীগের সদস্য সচিব মাইন উদ্দিন দেওয়ান, সদস্য মাধবদী শহর কৃষকলীগের সিদ্দিক মুন্সি, সদস্য মোঃ ইউনুস আলী, নূর আলম খান, মহিষাশুড়া ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক মোঃ হিরন মিয়া, দীন ইসলামসহ মাধবদী থানা ও শহর কৃষক লীগের সকল নেতৃবৃন্দ।
উক্ত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন মাধবদী শহর কৃষক লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিক মুন্সি। সর্বশেষে অনুষ্ঠান আগত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।