মাধবপুরের তাকওয়া ইসলামিক ফাউণ্ডেশনের পক্ষ থেকে বৈদ্যুতিক ডিজিটাল ঘড়ি অনুদান।
হৃদয় এস এম শাহ্-আলম
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ০৪ নং আদাঐর ইউনিয়নের ঘিলাতুলী গ্রামের মুন্সী বাড়ি পবিত্র জামে মসজিদে ০৫ই মে ২০২১তারিখে রোজঃ বুধবার তাকওয়া ইসলামিক ফাউণ্ডেশন এর পক্ষ থেকে ০১টি বৈদ্যুতিক ডিজিটাল ঘড়ি অনুদান দেওয়া হয়েছে।উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠান উদ্যোক্তা ও সদস্যগণ জনান এনিয়ে আমাদের ৩৩ তম ইসলামিক ও মানব সেবা মূলক কার্যক্রম সম্পূর্ণ করেছি এবং এই ধরনের মানব সেবা মূলক কার্যক্রম আমাদের পক্ষ থেকে অব্যাহত থাকবে।এবং পবিত্র মাহে রমজানের ২২তম দিনের ইফতার এর আয়োজন করেন উল্লেখীত ফাউন্ডেশন প্রতিষ্ঠা উদ্যোক্তা এবং সকলের প্রতি মহান আল্লাহর নিকট দোয়া করা মধ্য দিয়ে আজকের প্রোগ্রামটি সমাপ্ত করা হয়।এসময় উপস্থিতি ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা মোঃ জাবেদ মিয়া নানা ভাই,মোঃ আকিল খাঁন,মোঃ সোহেল মিয়া,মোঃ বদিউজ্জামান,মোঃ হৃদয় খাঁন,সাংবাদিক হৃদয় এস এম শাহ্-আলম,মোঃ নাজমুল হক,মোঃ সাইফুল ইসলাম মিহাদ,মোঃ হুসাইন,মোঃ মহসীন সহ উক্ত মসজিদের ইমাম ও এলাকার মুরব্বিরা।
Leave a Reply