মাধবপুরের দরগা-গেইট বাজার টু কালীগঞ্জ বাজারের যাতায়াতের রাস্তার বেহাল দশা।
এস এম মোবাশ্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘদিন ধরে ভাঙাচোরা অবস্থায় রয়েছে দরগা-গেইট বাজার টু কালীগঞ্জ বাজার রাস্তাঘাটগুলো। সংস্কার না হওয়ায় দরগা-গেইট বাজার থেকে কালিকাপুর,বাঘাসুরা,কালীগঞ্জ বাজার পর্যন্ত। প্রধান সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে।
এতে দরগা-গেইট বাজার টু কালীগঞ্জ বাজার অন্যতম রাস্তাটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটির অবস্থা আরও বেহাল হয়ে পড়ে। রাস্তার অধিকাংশ ছোট বড় খানাখন্দে বৃষ্টির পানিতে জমে থাকার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা, প্রতিদিনই লেগে থাকছে যানজট। আর এতে বাড়ছে ভোগান্তি।
দরগা-গেইট বাজার টু কালীগঞ্জ বাজার যাতায়াতের রাস্তাটিতে ছোট বড় খানাখন্দগুলো দিন দিন আরও বড় আকার ধারণ করে মরণ ফাঁদে পরিণত হচ্ছে। প্রতিদিনই কোন না কোন স্থানে দুর্ঘটনার শিকার হচ্ছেন স্থানীয় নাগরিকরা।
অনেক সময় খানাখন্দে জমে থাকা পানির কারণে রাস্তা উঁচু নিচু না বুঝতে পারায় অটোরিকশা উলটে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এতে ইউনিয়ন কর্তৃপক্ষ মেরামতের কোনও উদ্যোগ নেননি।
রাস্তাটির মেরামতের কাজ দ্রুত করার জন্য এলাকা বাঁশির অনুরোধ । আশা করছি খুব দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু হবে।
Leave a Reply