মাধবপুরের নোয়াপাড়ায় নোয়াপাড়া ব্লাড সোসাইটি এন্ড সোশ্যাল ক্লাব এর সাধারণ সভা।
এস এম মোবাশ্বির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
আজ ১১-১২-২০২০ ইংরেজি (রোজ শুক্রবার) মাধবপুরের ৯নং নোয়াপাড়ায় নোয়াপাড়া ব্লাড সোসাইটি এন্ড সোশ্যাল ক্লাব এর উদ্দেগ্যে এক বিশাল আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,৯নং নোয়াপাড়ার ইউনিয়নের নব-নিবার্চিত ছাএলীগের সম্মানিত সভাপতি জনাব ইকবাল হোসাইন পাঠান সহ সভাপতি অএ সংগঠন।
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসি খুশি মটরসের চেয়ারম্যান জনাব শাহিন আলম সাহেব উপদেষ্টা অএ সংগঠন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল শেফা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জনাব সামছুল আলম উপদেষ্টা অএ সংগঠন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন দি পুপলার হসপিটালের ব্যবস্হাপক বাপ্পি ভট্টাচার্য।
সহ সভাপতি ছিলেন জনাব সাদমান জহির চেয়ারম্যান আল হিকমাহ বিদ্যানিকেতন উপদেষ্টা অএ সংগঠন।
আরো উপস্থিত ছিলেন, নোমান,শাকিল,রুবেল,ইব্ররাহীম,গিয়াস উদ্দিন,এনামুল,সাইফুল,সায়েম,ইসমাইল,রফিক,রানা,জিবন,আলম,সোহাগ,মোবাশ্বির সহ অংগ সংগটনের সকল সদস্য।