মাধবপুরের নোয়াপাড়ায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া শিক্ষা-শান্তি-প্রগতির পতাকাবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। হবিগঞ্জের মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের উদ্দ্যোগে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন সন্ধা ৬/৩০ মিনিটে কেক কেইক কেটে উদযাপন করা হয়।
নোয়াপাড়া আইভি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার পূর্বে আলোচনা সভায় ছাত্রলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
এসময় নোয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের নব-নির্বাচিত সভাপতি মোঃ ইকবাল হোসাইন পাঠান বক্তব্য কালে বলেন, বাংলাদেশ ছাত্রলীগ তার জন্মলগ্ন থেকেই দেশ ও মাতৃকার প্রয়োজনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে আসছেন।৫২ এর ভাষা আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ছয়দফা আন্দোলন, ৬৯ এর গন অভ্যুত্থান, ৭০ এর সাধারণ নির্বাচন, ৭১ এর মহান স্বাধীনতা সংগ্রাম, ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, ১/১১ থেকে শুরু করে বর্তমান করোনা মহাবিপর্যয়েও বাংলাদেশ ছাত্রলীগ সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মানুষের পাশে থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। ভবিষ্যতেও ছাত্রলীগ মাতৃভূমির যে কোন দুর্যোগে সামনে থেকে কাজ করে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেন ইকবাল হোসাইন পাঠান ।
উত্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন- মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মহিউজ্জামান হারুন,
মাধবপুর উপজেলা কৃষক লীগ নেতা মোঃ বিল্লাল চকদার , নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মন্নান খোকন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন- মাধবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হৃদয় পাঠান উজ্জ্বল , উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ জামাল উদ্দিন ।
উপস্থিত ছিলেন-৯নং নোয়াপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ বাহার
অত্র ইউ/পি শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোঃ শফিক আহমেদ শাফি । সৈয়দ মোঃ জাবেদ ,
অত্র ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মোঃ ফয়েজ আহমেদ । ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মিজান খাঁন সহ প্রমৃখ ।