জাকির হোসেন সুমন সিলেট ব্যুরোঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত হয়েছে সোমবার (১৩ সেপ্টেস্বর) সকালে এ ঘটনা ঘটে।
অটোরিকশা চার্জ থেকে খুলতে গিয়ে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের বাড়াচান্দুরা গ্রামের সাদেক মিয়ার ছেলে সুজন মিয়া (২৭) এবং একই উপজেলার বুল্লা ইউনিয়নের চানখাবুল্লা গ্রামের মৃত কালা মিয়ার ছেলে শাহেদ মিয়া (৩৫) নামের দুই যুবকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান,ওই দুই যুবক স্থানীয় একটি গ্যারেজে রাতে তাদের অটোরিকশা চার্জে দেয়। সোমবার সকালে গ্যারেজ থেকে অটোরিকশা চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানান, মাধবপুর থানা পুলিশ দইজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
Leave a Reply