মাধবপুরে আঞ্চলিক প্রবাসি সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত লিজাকে আর্থিক অনুদান প্রদান।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১০নং ছাতিয়াইন
ইউনিয়নের এক্তিয়ারপুরে আঞ্চলিক প্রবাসি সমাজ কল্যান সংগঠনের অস্থায়ী কার্য্যালয় হতে নগদ (৫০০০ পাঁচ হাজার) টাকা অনুদান প্রদান করা হয়।
উক্ত অনুদানটি গ্রহন করেন মজিবুর রহমান ও মোঃ রুবেল মিয়া।
ক্যান্সারে আক্রান্ত ফাহিমা আক্তার লিজু হবিগঞ্জের মাধবপুর উপজেলার উত্তর নোয়াপাড়া গ্রামের দিন মজুর মনিরুজ্জামানের মেয়ে। এক ভাই দুই বোনের মধ্যে লিজু দ্বিতীয় সন্তান। অন্তত মেধাবী শিক্ষার্থী লিজু ঢাকা সাভারের গণবিশ্ববিদ্যালয়ে ভেটেনারী এন্ড এনিমেল সাইন্সের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী।
সে অষ্টম শ্রেণির বোর্ড বৃত্তিপ্রাপ্ত, এস.এস.সিতে গোল্ডনে এ প্লাস এবং এইস,এস,সি তে এ প্লাস পেয়ে কৃতি শিক্ষার্থী হিসেবে সুনাম অর্জন করেন। তাহার বোন ফারজানা আক্তার কেয়া,ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী। এক মাত্র ভাই দ্বীন ইসলাম সুমন বিবিএ, এমবিএ অধ্যয়ন সম্পন্ন করেছে।
দ্বীন ইসলাম টিউশনি করে অর্থ যোগান দিয়ে বোনদের ও নিজের লেখাপড়া খরচ জোগান দিতে হিমশিম খেতে হচ্ছে। ঈদের আনন্দ ছিল সবার ঘরে ঘরে তখন লিজুর পরিবারে সময় কাটেতে হয়েছে হাসপাতালে লিজুর ভাইয়ের কান্নায় হাসপাতালে নিরব নিস্তব্ধ হয়ে যায় এই মুহুর্তে লিজুকে বাঁচাতে অনেক টাকার প্রয়োজন।
তাই মানবিক কাজে এগ্রিয়ে আসেন আঞ্চলিক প্রবাসি সমাজ কল্যাণ সংগঠন উক্ত সংগঠনের পক্ষ থেকে অসহায় লিজুর পরিবারকে (৫০০০ পাঁচ হাজার টাকা) লিজুর পরিবার কে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমতপুর জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল মতিন সাহেব,আঞ্চলিক প্রবাসি সমাজ কল্যান সংগঠনের ক্যাশিয়ার ও দৈনিক আমার হবিগঞ্জ এর মাধবপুর উপজেলা প্রতিনিধি মোঃ জসীম উদ্দিন,মাহমুদুর রহমান,মহিউদ্দিন,রিপন ছাদেক বিল্লাহসহ প্রমুখ।