মাধবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্টীর জীবন মান উন্নয়নে প্রধানমন্ত্রীর সহাতা তুলে দিলেন প্রতিমন্ত্রী।
হৃদয় এস এম শাহ্-আলম
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মাধবপুরে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থ বছরের বরাদ্দকৃত অর্থ দ্বারা বাইসাইকেল,শিক্ষা উপকরণ,ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়।
শুক্রবার ২৮ মে দুপুরে উপজেলার সচ্চতা মিলনায়তনে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ এড.মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও সহকারী কমিশনার ভূমি মোঃ মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ৪০ জনকে বাইসাইকেল,১১২ জন শিশুর মাঝে শিক্ষা উপকরণ ও ৫২ জনকে শিক্ষা বৃত্তি হিসেবে নগদ ২ লক্ষ টাকা বিতরন করেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী জনাব মোঃ এড.মাহবুব আলী বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে বর্তমান সরকার অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। সরকার এই সকল জনগোষ্ঠীর প্রতি অনেক আন্তরিক। মহান মুক্তিযুদ্ধেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবদান রয়েছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের অগ্রযাত্রা বাস্তবায়ন করতে হলে সকলকে একসাথে করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কোন জাতি বা গোষ্টিকে পিছনে ফেলে উন্নয়ন সম্ভব নয় তাই সকলে সাথে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃরফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সদর উপজেলা চেয়ারম্যান মোঃনমোতাসিরুল ইসলাম,মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আপন মিয়া,মোঃ আরিফ মিয়া, মোঃ ফারুক পাঠান,মোঃ শফিকুল ইসলাম,মাধবপুর প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান সহ প্রমুখ