মাধবপুরে জমে উঠেছে গ্রাম বাংলার পুরোনো হা-ডু-ডু খেলা দেখছে হাজার হাজার দর্শক।
হৃদয় এস এম শাহ্-আলম হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে আজঃ ০৩ই এপ্রিল২১,রোজ শনিবার বিকাল বেলা,এই খেলাটি অনুষ্ঠিত হয়েছে।উক্ত খেলায় অংশ গ্রহণ করেন গাজীপুর সান-ফ্লাওয়ার টুর্নামেন্ট বনাম কালীকৃষ্ণনগর একাদশ।খেলাটিতে আকর্ষনীয় পুরুষ্কার হিসেবে রয়েছে একটি খাসি ও একটি স্মাট ফোন এবং জুয়েল ইলেকট্রনিক এর পক্ষ থেকে আকর্ষনীয় এক্সট্রা পুরুষ্কার।উক্ত খেলায় জয় লাভ করেন গাজীপুর সান-ফ্লাওয়ার টুর্নামেন্ট দলটি।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আপনি মিয়া চেয়ারম্যান,উদ্ধোধক জনাব মোঃ মাহবুবুর রহমান সোহাগ (সাবেক চেয়ারম্যান),প্রধান আলোচক জনাব মোঃ ফরিদুর রহমান ফরিদ,সভাপতি মোঃ আনোয়ার হোসেন (মাষ্টার),প্রধান মেহমান মোঃ মাইনুল ইসলাম জুয়েল,পরিচালনায় মোঃ ইদ্রিছ আলী খান,আয়োজনেঃমোঃজামাল হোসেন রাব্বি,মোঃ আকাশ মিয়া,মোঃ সাগর মিয়া জনি,বিশেষ অতিথি জনাব মোঃ সায়েদুর রহমান সায়েদ,সাংবাদিক হামিদুর রহমান,আঃ মোবারক,মোঃ ইস্কিনদার মির্জা,মোছাঃ সাবিনা ইয়াছমিন রত্না ও গ্রাম বাসি।
Leave a Reply