মাধবপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন বিমান প্রতিমন্ত্রী।
হৃদয় এস এম শাহ্-আলম
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
বেসামরিক বিমান,পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী (এমপি) বলেছেন, বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস মধ্যেও দেশের উন্নয়ন, অগ্রযাত্রা বন্ধ হয়নি। এধারা অব্যাহত রাখতে সকলকে মাক্স ব্যবহার করতে হবে। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সামাজিক সচেতনতা,স্বাস্থ্যবিধি মেনে চলেই আমাদের করোনা মোকাবেলা করতে হবে।
২৮ মে শুক্রবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আওতাধীন শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী এমপি, এ সময় বক্তারা বক্তব্য রাখেন। উপজেলা প্রশাসন আয়োজিত টুনামেন্টের উদ্বোধনী অনুষ্টানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার ভুমি মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন খান, ইউ,পি চেয়ারম্যান শফিকুল ইসলাম, আরিফুর রহমান, ক্রিড়া সংস্থার সেক্রেটারী সুকোমল রায়সহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।