নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল ৫৬ কেজি গাঁজাসহ এক নারী ও মাদক পাচারকারী চক্রের ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতবুধবার (১৪ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহরা ইউনিয়নের মেরাসানী গ্রামে একটি বসত ঘরে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ জহুরা খাতুন (৪৫)কে গ্রেফতার করে।
তিনি উপজেলার মেরাসানী গ্রামের মৃত আবুল খায়ের মানিক মিয়ার স্ত্রী। অপর একটি অভিযানে তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশ ৬ কেজি ৭শ গ্রাম গাঁজাসহ আব্দুল কাদের (৫২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।
বুধবার সকালে নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে ৬কেজি ৭শগ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে।। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হল চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের আব্দুল হামিদের ছেলে।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply