মাধবপুরে শুভ উদ্বোধন করা হয়েছে রওশনারা একাডেমি স্কুল
এস এম মোবাশ্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলা ৯নং নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর নতুন বাজারের পচ্চিম পাশে শুভ উদ্বোধন করা হয়েছে মিসেস রওশনারা একাডেমী স্কুল । সোমবার বেলা ১১ টায় অত্র একাডেমি প্রাঙ্গনে নোয়াপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ শাফি আহমেদ শফিক মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন ৯নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ , মোঃ ফজলু মিয়া ।
জমি দাতা পরিবারের সদস্য মোঃ শামসুদ্দিন তালুকদার উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ বাহার ,
শাহপুর নতুন বাজার-নিউ মর্ডান সমাজ কল্যান ক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোঃ জাবেদ মোঃ আব্দুল কাদির , ও একাডেমী পরিচালনা সদস্য বিদ্যালয় পরিচালনা কমিটি ও দাতা সদস্য মিসেস রওশানা বেগম সহ একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন -
শাহপুর মিসেস রওশনারা বেগম একাডেমী স্কুল উদ্বোধন কালে অত্র ইউ/পি পরিষদ চেয়ারম্যান সৈয়দ মোঃ জাবেদ বলেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বেসরকারি প্রতিষ্ঠান সহ ঝড়ে পড়া রোধকল্পে বর্তমান সরকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিজস্ব বর্ণমালা সম্বলিত মাতৃভাষায় পাঠ্য পাঠ্যপুস্তক বিতরণ করছে। এতেই বোঝা যায় এ সরকার শিক্ষা বান্ধব সরকার
তিনি আরো বলেন, এই রওশনারা একাডেমী স্কুলে ছাত্র-ছাত্রীরা পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক ও ক্রীড়াঙ্গনে যুক্ত করতে হবে। এর ফলে তাদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভাগুলো বিকশিত হবে। তিনি বলেন, মানসম্মত শিক্ষা নিশ্চিতে সকল শিক্ষার্থীদের উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষার মান বাড়াতে শুধু সরকারের একক প্রচেষ্টা নয় অভিভাবক, শিক্ষক ও আমার ইউনিয়ন বাসীসহ দেশের সকলকে এর উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান
এসময় উপস্থিত ছিলেন- মোঃ শামীম মিয়া , মোঃ হৃদয় মিয়া , সাংবাদিক মোঃ মোবাশ্বির হোসেনসহ প্রমুখ । বিশেষ অতিথির বক্তব্যে কালে অত্র ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং ৯নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শেখ মোহাম্মদ বাহার বলেন -
শাহপুর রওশনারা একাডেমী উদ্বোধন হয়েছে আমি মনে করি এলাকার জন্য মঙ্গল হয়েছে ছোট্ট ছোট্ট শিশুরা এখানে শু শিক্ষা অর্জন করতে পারবে মাদক থেকে দুরে থাকতে পারবে
কারণ শিশুরা জান্নাতের ফুল। শিশুরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। আমাদের স্বপ্ন তাদের মাধ্যমেই বাস্তবায়িত হবে। পারিবারিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য প্রয়োজন শিশুদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা। আমি অনুরোধ করবো রওশনারা একাডেমির শিক্ষক শিক্ষিকা ও কর্তিপক্ষ্যের কাছে আপনারা শিশুদের মেধা বিকাশে ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাদের সুরক্ষা ও নিরাপত্তাবিধান করবেন । তিনি আরও বলেন আমি বিশ্বাস করি শাহপুর গ্রাম সহ আসেপাশের ৮/১০ গ্রামের ছাত্রছাত্রীদের ভাগ্য উন্নয়নে কাজ করে যাবে এই শিক্ষা প্রতিষ্ঠান ।