মাধবপুরে সৃজন মানবিক টিম গ্রুপের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ।
মোঃ মোবাশ্বির হোসেন হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের অসংখ্য গ্রামের সৃজন গ্রুপের পক্ষ থেকে মাহে রমজান উপলক্ষে অসহায় মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় ঈদ সামগ্রীর বিতরণ করা হয়।
উক্ত মানবিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অএ সংগঠনের সম্মানিত সদস্য গন মোঃ নোমান মিয়া,
মোঃ রুমান আহম্মেদ,মোঃ সাদমান জহির,মোঃ সুমন তালুকদার,এস এম সুজন আলম,মোঃ জাকারিয়া
,মোঃ সাকিবুল হাসান সেলিম প্রমুহ।
মানবিক সহযোযোগিতার প্যাকেটগুলো অসহায়
ও খুদারত পরিবারের মাঝে পৌঁছে দিন,সৃজন গ্রুপ মানবিক টিম।