1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মাধবপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী শাহ মোঃ মুসলিম ও পংকজ কুমার সাহাকে অব্যাহতি? - dainikbijoyerbani.com
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৯ পূর্বাহ্ন
ad

মাধবপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী শাহ মোঃ মুসলিম ও পংকজ কুমার সাহাকে অব্যাহতি?

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০
  • ৫৬৩ Time View

মাধবপুর পৌরসভার বিদ্রোহী প্রার্থী শাহ মোঃ মুসলিম ও পংকজ কুমার সাহাকে অব্যাহতি?

এস এম মোবাশ্বির হোসেন হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুর পৌরসভার নির্বাচনে দলীয় সিদ্ধান্ত না মেনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ মোঃ মুসলিম ও আওয়ামী লীগ নেতা পংকজ কুমার সাহাকে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগ সভাপতি ও সাধারন সম্পাদক বরাবর পত্র প্রেরণ করেছেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী। একই সাথে মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাককে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান,মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন প্রার্থীর নাম কন্দ্রে পাঠানো হয়। এদের মধ্য থেকে মাধবপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশ গুপ্তকে মেয়র পদে নৌকা প্রতীকের দলীয় মনোনয়ন দেওয়া হয়। এর পরপরই মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম ও মাধবপুর পৌর আওয়ামী লীগের সাবেক সদস্য পংকজ কুমার সাহা দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন।

মাননীয় প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপি মহোদয়ের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে নৌকা প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে তাদের দাখিলকৃত মনোনয়ন পত্র প্রত্যাহারের জন্য আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে একাধিকবার অনুরোধ ও চাপ প্রয়োগ করি। এছাড়া পংকজ কুমার সাহা আত্মগোপনে থাকার কারণে কোন অবস্থাতেই ফোনে অথবা স্ব শরীরে তার সাথে যোগাযোগ করতে পারিনি। তার আপন বড় ভাই ২০১৫ সালে নৌকা মার্কা নিয়ে বিজয়ী বর্তমান মেয়র হিরেন্দ্র কুমার সাহাকেও একাধিকবার বলার পরেও তার ভাই পংকজ সাহার মনোনয়নপত্র প্রত্যাহার করা সম্ভব হয়নি।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিমকে পাওয়া গেলেও তিনি মৌখিকভাবে বলেন‘‘ আমি আওয়ামী লীগ থেকে পতদ্যাগ করেছি। আমি এখন আর আওয়ামী লীগ করি না”। এমতবস্থায় মাধবপুর পৌরসভার নির্বাচনে নৌকা মার্কার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে উল্লেখিত বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য আমরা কেন্দ্রে পত্র দিয়ে অনুরোধ করছি।

তিনি আরও বলেন, মাধবপুর পৌরসভার নির্বাচনে দলের সকল নেতাকর্মীকে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। যারা দলীয় প্রার্থীর বিপক্ষে কাজ করবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সাথে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন বর্তমান সহ-সভাপতি আব্দুর রাজ্জাক।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি