মোঃ জাহিদ হোসেন ইমরান
রায়পুর উপজেলা প্রতিনিধি
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে চলমান লকডাউনে লক্ষ্মীপুর জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনোয়ার হোছাইন আকন্দ স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন, রায়পুর এর আয়োজনে গত ১০/০৭/২০২১ তারিখ রায়পুর উপজেলার ১০টি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী (১০কেজি চাল, ০১কেজি ডাল, ০১কেজি চিনি, ০১কেজি লবণ এবং ০১লিটার তেল) বিতরণ করা হয়।
জনাব সাবরীন চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার, রায়পুর এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদ, রায়পুর, পৌরসভার সম্মানিত মেয়র (বর্তমান ও সাবেক), অফিসার ইনচার্জ, রায়পুর থানা, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্য, সচিব, অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ ।
প্রতিটি ইউনিয়নে চলমান লকডাউনে অসহায়-দুঃস্থ, কর্মহীন পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণের এ কার্যক্রম অব্যাহত আছে ।