পটুয়াখালী প্রতিনিধি
অদ্য ইং ০৭/০৩/২০২৫ তারিখ, সময় অনুমান ০৮১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্প এর একটি আভিযানিক দল যাবজ্জীবন ওয়ারেন্টভুক্ত(সাজাপ্রাপ্ত) পলাতক আসামী ফিরোজ, পিতা-মৃত মজিদ হাওলাদার , সাং-কবির কাঠি, ০৫নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী’কে পটুয়াখালী জেলার বাউফল থানাধীন রহমতনগর,সুর্যমনি এলাকা হতে গ্রেফতার করে। আসামি দীর্ঘ ২২ বছর ধরে পলাতক ছিলেন। ২০০৩ সালের বাউফল থানার ধারা- ১৪৯/৩০৭/৩২৬ পেনাল কোডে অভিযুক্ত ছিলেন।যার জিআর নং ২৯৪/০৩
ঘটনার বিবরনে জানা যায়, আসামী মো. ফিরোজ জমি সংক্রান্ত বিষয়ে ২০০৩ইং সালে দাঙ্গা সৃষ্টি করে ভিকটিমকে পিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম ও মারাত্মকভাবে পায়ের রগ কেটে দেয়। ভিকটিম গুরুতর জখম প্রা্প্ত হলে ভিকটিমের স্ত্রী জোহরা বেগম বাদী হয়ে পটুয়াখালী জেলার বাউফল থানায় মামলা দায়ের করেন।২০০৩ সালে মামলা হলে অন্যান্য আসামি ধরা পরলেও আসামী ফিরোজ প্রায় ২২টি বছর পলাতক ছিল।আসামী পলাতক অবস্থায় দায়রা জজ আদালত কর্তৃক ২০০৭ সালে যাবজ্জীবন কারাদন্ডসহ ৫০০০/-(পাঁচ হাজর)টাকা জরিমানায় দন্ডিত হন এবং আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যু করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে পটুয়াখালী জেলার বাউফল থানায় হস্তান্তর করা হয়।।
Leave a Reply