জিহাদ হোসেন রাহাত।
লক্ষ্মীপুর প্রতিনিধি :
ভালো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার পেয়েছেন রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়া।
গত বুধবার ০৯ ফেব্রুয়ারী ২০২২ খ্রিস্টাব্দ তারিখে জেলা পুলিশ কতৃক আয়োজিত মাসিক কল্যাণ সভা অনুষ্ঠানে গত এক (জানুয়ারী, ২০২২) মাসে ভালো কাজের স্বীকৃতি স্বরূপ জেলা পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পিপিএম-সেবা'র কাছ থেকে বিশেষ পুরস্কার গ্রহন করেন রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শিপন বড়ুয়া। এছাড়াও মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার করায় বিশেষ পুরস্কার গ্রহন করেন এএসআই মোঃ আতিকুর রহমান।
মাসিক এই সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড.এ এইচ এম কামারুজ্জামান।
এ সময় তিনি পুলিশ মহাপরিদর্শকের পাঁচটি লক্ষ্য-দুর্নীতিমুক্ত পুলিশ, মাদকমুক্ত পুলিশ, হয়রানিমুক্ত পুলিশি সেবা নিশ্চিতকরণ, পুলিশের কল্যাণ নিশ্চিত করা ও বিট পুলিশিং এই লক্ষ্যসমূহকে সামনে রেখে সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার সকল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, অফিসার ইনচার্জ, ফাঁড়ি ইনচার্জ ও ট্রাফিক ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।