এমএ রহিম স্টাফ রিপোর্টার সিলেটঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বসবাসকারী গোয়াইনঘাট উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চাঁর থানা নিয়ে গঠিত বৃহত্তর জৈন্তা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক তরুণ কন্ঠ প্রত্রিকা সিলেট জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের ধ্বনি প্রত্রিকার স্টাফ রিপোর্টার ,দৈনিক বিজয়ের বানীর ব্যুরো প্রধানের দায়িত্বে রয়েছেন, সংবাদকর্মী জাকির হোসেন সুমনের বিরুদ্ধে গত ৭ সেপ্টেম্বর ২০২০ এ ক্রাইম সিলেট অনলাইন নিউজ পোর্টাল ও সিলেটের দিনকাল,ও সাপ্তাহিক বাংলার বারুদ প্রত্রিকাসহ‘জাফলংয়ে বসবাসকারী সংবাদকর্মী সুমনের ইয়াবা সেবনের ছবি ভাইরাল ও বুঙ্গারী সুমন নামে এবং এসপি-র সাথে সম্পর্ক কি! এসব শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
উক্ত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করছেন সংবাদকর্মী জাকির হোসেন সুমন। তিনি বলেন- আমি নির্দোষ কোন অপরাধের সাথে যুক্ত নয়।
আমি ১০০% চ্যালেঞ্জ ধরে বলবো আমি নির্দোষ ওরা আমার মানহানী করছে এক কুচক্রী মহল জাফলংয়ের সীমান্ত চোরাকারবারি-লাইম্যান চাঁদাবাজ সিন্ডিকেট চক্রের মূলহোতা নাজিম উদ্দিন ও তার সিন্ডিকেট বাহিনী আমার পিছনে লেগেছে। আমাকে বিভিন্ন ভাবে সমাজের কাছে নষ্ট করার চেষ্টা করে যাচ্ছে এই সিন্ডিকেটের সন্ত্রাসী বাহিনীর কিছু অসৎ জৈন্তাপুর ও গোয়াইনঘাটের সংবাদকর্মীর টাকা খেয়ে একের পর এক মিথ্যা বানোয়াট অভিযোগ করছে আসছে ফেইসবুকে আমার ছবি দিয়ে আপলোড দিয়ে।
আমি এই বাহিনীর অপকর্মের একাধিক নিউজ প্রকাশ করি এবং এসব নিয়ে আমারে সিলেট জেলা কোর্ট পয়েন্ট এলাকায় গুম হত্যার চেষ্টা করে। আমি সিলেট প্রশাসন সহ প্রিয় দেশবাসীর
সহযোগিতা কামনা করি।
আমি এই সিন্ডিকেট বাহিনীর উপরে সিলেট জেলা পুলিশ সুপার বরাবর, ও কোতোয়ালি থানায় মামলা করি এবং গোয়াইনঘাট থানায় জিডি করলে বিগত এক বছর এসব বন্ধ থাকে।
হঠাৎ গত দুইদিন থেকে জৈন্তাপুর উপজেলার কিছু ভূঁইফোড় সংবাদকর্মী আমার ছবি ও বিভিন্ন প্রোগ্রামে যাওয়া এবং সৌজন্য সাক্ষাতের প্রশাসনিক কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাদের ছবি দিয়ে ফেক ফেসবুক আইডি থেকে বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত মুলক পোস্ট করে।
জৈন্তাপুরে কয়েকজন কথিত সংবাদকর্মীর সাথে
জৈন্তাপুরের রাস্তার কাজের ৪ লক্ষ ১৮ হাজার টাকা আত্মসাতের একটা নিউজ করি নিউজ পাবলিস্ট হওয়ার পাঁচ মিনিট পর থেকে ওরা আমার সাথে রফাদফা করার চেষ্টা করে ও ফেসবুক আইডিতে বিতর্ক জনিত কমেন্ট করে।
কমেন্ট করার এক মিনিট পর থেকে আমার ছবি ও সরকারি কর্মকর্তা ও নেতাকর্মীদের ছবি দিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে পোস্ট করে এই নামে আইডি থেকে Hauk,,
এই চক্রটি ফেসবুকে যে ছবি পোষ্ট করছে। সেটি আমার কোন ইয়াবা সেবনের ছবি না। এটা তাদের সাজানো একটি ছবি। আমার মুখে একটি সিগারেট ছিলো মাত্র। এটাই আমার অপরাধ এর চেয়ে বেশী কিছু না। তাল থেকে তিল বানানো এই চক্রের মূল লক্ষ। তারা মানুষকে সহজে নষ্ট করতে পারে। বিজ্ঞপ্তি