আবির হাসান স্বাধীন কুষ্টিয়া জেলা প্রতিনিধি:
২০২১-২০২২ অর্থবছরে খরিপ-২ /২০২১-২০২২ মৌসুমে নাবী পাটবীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী অফিসার জনাব লিংকন বিশ্বাস এর সভাপতিত্বে মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামারুল আরেফিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
প্রণোদনা কর্মসুচীর আওতায় কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসয়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়াদ্দার,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মর্জিনা খাতুন,মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ,কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ ইমরান বিন ইসলাম,মিরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হায়দার প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, জানান, এবছর উপজেলার কৃষকের মাঝে নাবী পাটবীজ ৪৫ জন ও গ্রীষ্মকালীন পেঁয়াজ ৩০ জন কৃষক কে বিতরণ করা হয়।
কর্মসূচির আওতায় একজন কৃষক প্রতি ২০ শতাংশ জমির জন্য আধা কেজি নাবী পাটবীজ , ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, প্রদান করা হয়। এবং একজন কৃষক প্রতি ১ বিঘা জমির জন্য এক কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ , ২০ কেজি ডিএপি সার ও ২০ কেজি এমওপি সার, পলিথিন ও বালাইনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।
করোনার প্রাদুর্ভাবের কারণে জনসমাগম এড়িয়ে নিরাপদ সামাজিক দুরত্ব মেনে প্রণোদনার মালামাল বিতরণ করা হচ্ছে। তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কৃষি উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখতে কোন জমি খালি না রেখে প্রতি ইঞ্চি জমিতে ফসল আবাদের জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে।