এ,কে বিপ্লব।
ফেনী জেলা প্রতিনিধি।
মিরসরাইয়ে র্যাবের ওপর হামলা চালিয়েছে স্থানীয় জনতা। আহতরা র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্য। তারা সাদা পোশাকে ছিল। বুধবার (২৫ মে) সন্ধ্যায় বারইয়ারহাট পৌরবাজারের শান্তিরহাট রোড়ের মুখে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় র্যাবের তিন সদস্য গুরুতর আহত হয়েছে র্যাব। আহত র্যাব সদস্যরা হলেন কাউসার(২৯) মোখলেস উদ্দিন (৩৩) ও পারভেজ (২৮)আহতদের বারইয়ারহাট মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়। এসময় হামলায় ক্ষতিগ্রস্ত একটি প্রাইভেটকার (চট্ট মেট্টো গ-৪৫-২০২৯) উদ্ধার করা হয়। ঘটনার সময় ফাঁকা গুলির ঘটনা ঘটে। ঘটনার পর র্যাব ও জোরারগঞ্জ থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। র্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল এমএ ইউসুফ বলেন, বারইয়ারহাটে র্যাব সদস্যরা অভিযান পরিচালনার সময় আমাদের তিনজন র্যাব সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
Leave a Reply