বিশেষ প্রতিনিধি মির্জাগঞ্জ পটুয়াখালী প্রতিনিধি, মির্জাগঞ্জ উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সরোয়ার হোসেনের এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোঃ আবু বক্কর সিদ্দিকী। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুনীল কুমার রায়। তিনি বলেন মির্জাগঞ্জ উপজেলায় ৩৩৮৪ জন যুব ও যুব মহিলাকে আন্তকর্মী সৃজন করা হয়েছে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জুয়েল সিকদার, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি গাজী আতহার উদ্দিন আহম্মেদ, উপজেলা আ.লীগ এর সাধারন সম্পাদক জসিম উদ্দিন জুয়েল ব্যাপারি, উপজেলা আওয়ামী লীগ এর সহ- সভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা যুবলীগের সাংগঠিন সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দার, মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি প্রভাষক জনাব মনিরুজ্জামান হাওলাদার, সফল যুব সংগঠক হিসেবে বক্তব্য রাখেন যুব উন্নয়ন সংস্থার সভাপতি আদনান হোসেন শাওন ও সফল যুব কর্মী ইসরাত জাহান উরমী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ঝাটিবুনিয়া ম.ই মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নাসির উদ্দিন। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক হস্তান্তর করেন।
Leave a Reply