মির্জাগঞ্জে হাসপাতাল পরিদর্শন করেন জেলা প্রশাসক।
মোঃ সাদ্দাম হোসেন
মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবনতিশীল ডায়রিয়া পরিস্থিতি সরেজমিন পরিদর্শনের জন্য জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এবং সিভিল সার্জন জনাব ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আজ বেলা ১১ টায় মির্জাগঞ্জ উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসক উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া প্রাদুর্ভাব মোকাবেলায় স্থানীয়ভাবে সংগৃহীত ১০০০ হাজার প্যাকেট স্যালাইন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট হস্তান্তর করেন। এছাড়াও করোনা রোগীদের চিকিৎসার জন্য উক্ত হসপিটালে ১ টি হাই ফ্লো ন্যাসাল ক্যানুলা প্রদান করেন। পরবর্তীতে জেলা প্রশাসক হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন জনাব তানিয়া ফেরদৌস, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাগঞ্জ; জনাব খান মোঃ আবু বকর সিদ্দিকী, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা, দিলরুবা ইয়াসমিন লিজা।
Leave a Reply