মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লবের সভাপতি ও সাধারন সম্পাদকের সাথে উপজেলা নির্বাহী অফিসারের বিদায়ী সৌজন্যে সাক্ষাৎ
এইচ এম সুজন সিকদার বিষেশ প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদারের সাথে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সরোয়ার হোসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২৮ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলা প্রেসক্লাব কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের সময়ে তিনি সভাপতির হাতে ক্লাবের জন্য উপহার স্মারক হিসেবে একটি দেয়াল ঘড়ি তুলে দেন এবং মির্জাগঞ্জে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন,”বিভিন্ন কারনে মির্জাগঞ্জ আমার স্মৃতিতে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে দক্ষিণ বাংলার শ্রেষ্ঠ ওলি মরহুম ইয়ার উদ্দীন খলিফার দরগাহ শরিফের দায়িত্বভার পালন ছিল আমার জন্য গর্বের ও সম্মানের। “কার্যকালে সহোযোগিতার জন্য তিনি সাংবাদিক সহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং সকলের কাছে দোয়া কামনা করেন। এ সময়ে সভাপতি মোঃ মনিরুজ্জামান হাওলাদার তার বক্তব্যে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সততা ও কর্মদক্ষতার ভূয়সী প্রশংসা করে বলেন, গুজব বন্ধ,মাদক ও বাল্যবিবাহ রোধ,প্রাকৃতিক দূর্যোগ আম্ফান ও বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবেলায় জনসচেতনতা তৈরিতে তাঁর অবদান এলাকার জনগন চিরদিন স্মরণ রাখবেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ বাংলা টিভির উপজেলা প্রতিনিধি মোঃ মনিরুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আজকালের উপজেলা প্রতিনিধি মোঃ হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের মির্জাগঞ্জ প্রতিনিধি মোঃ রিয়াজুল ইসলাম সোহাগ জোমাদ্দার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডঃ আবুল কালাম আজাদ বাপ্পী, দপ্তর সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি মোঃ রনি খান, দৈনিক খবরপত্রের মির্জাগঞ্জ প্রতিনিধি কাজী মোঃ রফিকুল ইসলাম, সিনিয়র সদস্য দৈনিক মুক্ত খবরের প্রতিনিধি কাজী সুমন, দৈনিক গণতদন্ত পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি ও দৈনিক সমাচার বার্তা মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ মোঃ মাহমুদ হাসান (রুবেল), দৈনিক সরেজমিন বার্তা মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি মোঃ আসালাম হাওলাদার আব্দুল্লাহ, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি সহ মির্জাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সংবাদ কর্মী বৃন্দ। উল্লেখ্য তিনি গত ১৭ জুন ২০১৯ ইং তারিখে মির্জাগঞ্জ উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন এবং প্লানিং কমিশনে বদলী হয়ে আগামী সপ্তাহে ঢাকার উদ্দেশ্যে মির্জাগঞ্জ ছাড়বেন বলে আশা করা যাচ্ছে।
Leave a Reply