প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৬, ২০২১, ৮:০৮ পি.এম
মির্জাপুরের গৃহবধূ, রাঙ্গামাটি বাবার বাড়ি থেকে ২ সন্তান সহ পলাতক
মির্জাপুরের গৃহবধূ, রাঙ্গামাটি বাবার বাড়ি থেকে ২ সন্তান সহ পলাতক
মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া গ্রামের গৃহবধূ লাকি আক্তার (৩০)। তিনি ওই গ্রামের আসান উদ্দিনের ছেলে জামান মিয়ার(৩০) স্ত্রী। গৃহবধূ লাকি আক্তারের বাড়ি রাঙ্গামাটি জেলার রাজস্হলী উপজেলার কাকড়াছড়ি রাজানগর এলাকার মৃত আইয়ুব আলীর মেয়ে। লাকি আক্তার ২ ছেলের জননী। বড় ছেলের বয়স ৮,ছোট ছেলের বয়স ৭ বছর।
জামান মিয়া ও লাকি আক্তারের প্রথম বিয়ে হয় আনুমানিক ২০১০-১১ সালে। লাকি আক্তার ২০১৭ সালে দেশের বাহিরে যান। দেশে ফিরে ২০২০ সালে। দেশে আসার পর তাদের মধ্যে ডিভোর্স হয়।আবার লাকি আক্তার তার ভুল বুঝতে পেরে জামান মিয়াকে বিয়ে করতে চাইলে জামান মিয়া ২ সন্তানের মুখের দিকে তাকিয়ে বিয়ে করতে রাজি হন। পরবর্তীতে ২৮ ই নভেম্বর ২০২০ ইং তারিখে তারা আবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের ১ সপ্তাহ পর লাকি আক্তার তার দুই ছেলে ও স্বামীকে নিয়ে বাবার বাড়ি যান। সেখানে যাওয়ার পর লাকি আক্তার তার দুই ছেলেকে নিয়ে বাজারে যাবে, স্বামীকে এমন কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আর বাড়ি ফিরে নি। মোবাইল ফোনও বন্ধ করে রেখেছিল।পরবর্তীতে জামান যখন জানতে পারে যে ,তার স্ত্রী দুই ছেলে নিয়ে অন্য আরেকটি ছেলের কাছে আছে, তখন সে কোন উপায় না পেয়ে নিজ বাড়িতে চলে আসে,এমন তথ্যই সাংবাদিকদের জানান জামান ও তার বাবা আসান উদ্দিন।
জামানের বাবা আরো বলেন, পরবর্তীতে আমরা ঐ বাড়িতে গেলে আমাদের দুই নাতিকেও দেখতে পাই নি।লাকির মা ও ভাবীর কাছে তাদের কথা জিজ্ঞাসা করলে তারা জানে না,এমন কথা বলেন।
জামানের মা বলেন, আমারে এক ছেলে মাঝে মধ্যেই ফোন দিয়ে বলে, আপনাদের দুই নাতি ভালো আছে, তাদের জন্য চিন্তা করবেন না, আর আমরা সুখেই আছি।
জামান ও তার পরিবারের দাবী, তারা তাদের দুই ছেলেকে ফেরত চান।
জামান ও তার পরিবারের নিকট আইনী কোন ব্যবস্থা নিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তারা বলেন, আমরা গরীব মানুষ, এত কিছু বুঝি না।যেকোন ভাবেই হোক আমরা আমাদের দুই ছেলেকে চাই।
Copyright © 2025 dainikbijoyerbani.com. All rights reserved.