মুজিববর্ষে উপলক্ষে নতুন ঘর পাচ্ছে যশোরে ১০০অসহায় পরিবার
তারিখ ২১/০৬/২০২১
মোঃ নজরুল ইসলাম স্টাফ রিপোর্টার প্রতিনিধি
যশোর: মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ প্রকল্প-২’এর আওতায় যশোরে ঘর পেল ভূমিহীন ও গৃহহীন ১০০টি পরিবার।
রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলো হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, যশোরে প্রথম পর্যায়ে ৬৬৬ পরিবারের মাঝে জমি ও ঘর বিতরণ করা হয়েছিলো। মূলত ভিক্ষুক, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, ষটোর্ধ্ব প্রবীণ ব্যক্তি অগ্রাধিকার ভিত্তিতে এসব জমি ও ঘর পেয়েছিলেন।
তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ধাপে জেলার ৮ উপজেলায় মোট ১০০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসিত করা হচ্ছে। তারমধ্যে যশোর সদর উপজেলায় ৫টি, বাঘারপাড়ায় ২১টি, ঝিকরগাছায় ১৪টি, চৌগাছায় ১০টি, মনিরামপুরে ২৫টি, অভয়নগরে ৮টি, কেশবপুরে ৫টি এবং শার্শায় ১২টি পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করা হয়েছে।
ইতোমধ্যে এসমস্ত গৃহের নির্মাণ, ভূমি বন্দোবস্ত, কবুলিয়ত দলিল রেজিস্ট্রিকরণ এবং নামজারি সম্পন্ন হয়েছে। মি. সায়েম অরো জানান, পুনর্বাসিত পরিবারের জন্য নির্মিত প্রতিটি গৃহে দুইটি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট এবং একটি রান্নাঘর সংযোজিত আছে।
দৃষ্টিনন্দন এসব ঘর ইটের দেয়াল ও গাঁথুনি এবং রঙীন টিনের ছাউনিবিশিষ্ট। এসব ঘর সরকারের নির্দেশনা মোতাবেক মাত্র ১ লাখ ৯০ হাজার টাকা বরাদ্দে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে গঠিত প্রকল্প বাস্তবায়ন কমিটি’র মাধ্যমে নির্মাণ করা হয়েছে।
মোবাইল ০১৭১২৯৪৭৮৭১
Leave a Reply