মুজিব শতবর্ষ উপলক্ষ্যে নানিয়ারচরে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্ভোধন
।।ওমর ফারুক।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে নানিয়ারচরে ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় নানিয়ারচর থানার আয়োজনে থানা প্রাঙ্গনে মুজিব শতবর্ষ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন নবাগত সেনা জোন কমান্ডার লে. কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)।
উদ্বোধন অনুষ্ঠানে আতশবাজি, বেলুন ও ফানুশ উড়িয়ে ২০টি দল নিয়ে আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্বাগত বক্তব্য রাখেন নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ সাব্বির রহমান।
এসময় নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা রিসোর্স সেন্টার অফিসার মোঃ সারওয়ার কামাল, উপজেলা ক্রিড়া সংগঠক আবুল বশর চৌধুরী, স্থানীয় সাংবাদিক, খেলোয়াড় ও ব্যাডমিন্টন প্রেমী দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, "খেলাধুলা মানুষের মন ও শরীর কে সুস্থ রাখার পাশাপাশি সম্প্রতির বন্ধন বজায় রাখতেও ভুমিকা পালন করে। ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করায় বাংলাদেশ পুলিশ সহ সংশ্লিষ্ট সকলকের প্রতি ধন্যবাদ জানান তারা।
প্রধান অতিথির বক্তব্যে গোলাম মাহমুদ হাসান বলেন, "পাহাড়ি-বাঙালি সবই একই সৃষ্টিকর্তার সৃষ্টি। তাই হিংসা বিদ্বেষ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সকলকে উন্নয়নের কাজে এগিয়ে আসতে হবে। মাদকমুক্ত দেশ গড়ার জন্য খেলার বিকল্প নেই।"