মোঃখায়রুল ইসলাম হৃদয়,গজারিয়া(মুন্সিগঞ্জ) প্রতিনিধি :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হাসমত আলী তাঁতীর সভাপতিত্বে এবং প্রধান অতিথি লন্ডন সিটিজেন
তারেক মাহমুদ স্বপন এর উপস্থিতিত্বে শনিবার ৪ঠা জানুয়ারি সকাল ১১ ঘটিকায় বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামে তাঁতী বাড়ির পরিচিতি ও আলোচনা সভায় আয়োজন করা হয়।
বাউশিয়া ইউনিয়নে দীর্ঘ ৫৫ বছর পর ঐতিহ্যবাহী তাঁতী বংশের ছোট বড়দের অংশ গ্রহনের মাধ্যমে আনন্দগন পরিবেশে তাঁতী বংশের পূর্ণমিলন অনুষ্ঠিত হয়।সে সাথে এ পূর্ণমিলনী অনুষ্ঠানে তাঁতী বাড়ির বয়জেষ্ঠের সমন্বয়ে তাঁতী বাড়ি ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এর আত্মপ্রকাশ করেন।
এ সময় প্রধান অতিথি তারেক মাহমুদ তাঁতী বক্তব্যে বলেন,আমার পরিবার নিয়ে যদিও লন্ডনে থাকা হয়,তারপরও সব সময় গ্রামের মানুষের জন্য রক্তের টানে ছুটে আসি।আমরা তাঁতীবাড়ি থেকে সব সময় সমাজের কল্যাণে কাজ করে থাকি।গতকাল ও ৫০০ কম্বল দিয়েছি,তাছাড়া মসজিদ,মাদ্রাসা,স্কুল কলেজ,ওয়াজ মাহফিল,রাস্তা ঘাটে মেরামতে পাশে থাকতে চেয়া করি।
অনুষ্ঠানের সভাপতি হাসমত আলী তাঁতী বলেন,তাঁতী বংশ বাউশিয়া ইউনিয়নের সবচাইতে বড় বংশ।আমাদের এ বংশে স্রহসাধিক মানুষ রয়েছে।আমরা তাঁতী বাড়ির সকলে মিলে একটি ফাউন্ডেশন করতে যাচ্ছি,যার মাধ্যমে আমরা সমাজের কল্যানে কাজ করবো।তাছাড়া মাদক,ইভটিজিং,সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে কেউ না করতে পারে সে জন্য ও আমরা তাঁতীবাড়ির সকলে বদ্ধপরিকর।
এ সময় জলিল তাঁতী,ইব্রাহিম তাঁতী,ইলিয়াস মাস্টার তাঁতী,ডা.আনোয়ার তাঁতী,এডভোকেট খায়রুল আলম তাঁতী,সামসুল হক তাঁতী,হেলাল উদ্দিন তাঁতী,জাকির তাঁতী,আলমেস তাঁতী,আনিসুর রহমান তাঁতী,মুজিব তাঁতী,ফায়সাল তাঁতী,সেলিম তাঁতী,রেজাউল তাঁতী,আমিনুল ইসলাম তাঁতী সহ বাউশিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে তাঁতীবাড়ির নানা শ্রেনীর প্রায় ৫০০ মানুষ উপস্থিত হয়।আলোচনা শেষে সকলে মিলে এক সঙ্গে বসে দুপুরের খাওয়া দাওয়া করেন।
Leave a Reply