শামীম ,
কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা সদরের সন্নিকটে ভূবনঘর গ্রামে কুমিল্লা-৩ মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ প্রধান অতিথি হিসাবে এর ভিক্তি প্রস্থর স্থাপন করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মদ সোহাগ, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, জেলা পরিষদ সদস্য মো: নজরুল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রাজিব মুন্সী, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক মো: হাসান মিয়া, মাহফুজুর রহমান বাকী, বাঙ্গরা বাজার থানা কৃষকলীগের আহবায়ক আবু মুছা আল কবির,উপজেলা স্বেচ্ছা সেবকলীগের যুগ্ম-আহবায়ক সোহরাব হোসেন বেলাল, বিশিষ্ট ব্যবসায়ী মো: জয়নাল আবেদীন, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মো: কবির হোসেন প্রমুখ।
এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন তার নিজস্ব তহবিল হতে এ মডেল মসজিদ ও সাংস্কৃতি কেন্দ্রের জন্য ৫৮শতক ভূমি দান করেন। এতে সরকারের সাড়ে ১৩কোটি টাকা প্রাক্কলিত ব্যায় ধরা হয়েছে।