সাজিদুল করিম,নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় অজানা রোগে কুড়ে কুড়ে খাচ্ছে সংবাদটি সোস্যাল মিডিয়ায় প্রকাশ হওয়ায় আইসিটি প্রতিমন্ত্রী Zunaid Ahmed Palak এমপির নজরে পড়ে।
তিনি সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস দেন।
সোমবার বিকেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির নির্দেশনায় তাঁর পক্ষ থেকে সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি সাংবাদিক রাজু আহমেদ সামাউনের নিজ বাড়িতে গিয়ে তাঁর বাবার হাতে আর্থিক সহায়তা পৌঁছে দেন।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি খলিল মাহমুদ, দৈনিক বাংলাদেশ সময় প্রতিনিধি জুলহাস কায়েম, সংবাদ প্রতিনিধি রবিন খান, বঙ্গ টিভির সাংবাদিক ফজলে রাব্বি ও প্রভাতি খবর প্রতিনিধি লিটন আলী।
উল্লেখ্য, দীর্ঘ ৪ মাস ধরে অসুস্থ হয়ে পড়ে সামাউন আলী। সে স্বাভাবিক চলাফেরা করার শক্তি হারিয়ে ফেলেছে। রাজশাহীতে উন্নত চিকিৎসার জন্য দুবার পরীক্ষা নিরীক্ষার পরেও রোগ ধরা পড়েনি। অপরদিকে করোনা আর লকডাউনে বিপর্যস্ত পরিবারের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী।