স্টাফ রিপোর্টার,
দৈনিক বিজয়ের বাণী:
টাঙ্গাইলের সখিপুর উপজেলার কালিয়ান এলাকায় খেলার মাঠে মেয়েদের উত্যক্তের প্রতিবাদ করে বখাটেদের হাতে প্রাণ দিতে হলো মো. মাজহারুল ইসলাম (২১) নামের অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাত প্রায় সোয়া একটার সময় তার মৃত্যু হয়।
জানা যায় উপজেলার কালিয়ান এলাকায় গত শুক্রবার বিকেলে উত্যক্তকারী বখাটেদের হাতে দফায় দফায় হামলার শিকার হয়। এতে সে মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দেয়। পরিবারের লোকজন তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চারদিন চিকিৎসার পর হাসপাতালেই তার মৃত্যু হয়। সে কালিয়ান দক্ষিণ পাড়া এলাকার আবদুল মালেক মিয়ার ছেলে এবং সরকারি সা'দত কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনায় সাত জনের নাম উল্লেখ করে সখিপুর থানায় মামলা করেছে নিহতের বাবা আবদুল মালেক মিয়া।
এলাকাবাসী জানায়, কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি মাঠে গত শুক্রবার বিকেলে ওই এলাকার বিবাহিত বনাম অবিবাহিতদের মধ্যে একটি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। কয়েকজন বখাটে খেলা দেখতে আসা এলাকার মেয়েদের নানাভাবে উত্যক্ত করে। এ সময় মাজহারুল তাদের উত্যক্ত করতে নিষেধ করলে ঘটনা স্থলেই দোহানীপাড়ার বখাটে ইয়ারুল ও তার সহযোগীরা তাকে এলোপাথাড়ি কিল,ঘুষি লাথি মারে।
এ ঘটনার সূত্রধরে খেলা শেষে বাড়ি ফেরার পথে ইয়ারুল ইসলাম (১৮), ছাব্বির আহমেদ (১৭) সহ সাত-আট জন মিলে মাজহারুলকে আটক করে বিভিন্ন রকম দেশীয় অস্ত্র-লোহার রড ও দা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। এ সময় চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসে তাকে উদ্ধার করে। ততক্ষণে তার বাবা ও অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়। মাজহারুলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে প্রেরণ নিয়ে যায় তার পরিবার। সেখানে চিকিৎসারত অবস্থায় সোমবার রাত প্রায় একটা দিকে মাজহারুল মৃত্যু হয়।
জানতে চাইলে বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বখাটেদের অতিদ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।