নুরল আমিন বিশেষ প্রতিনিধি:
মেরে হাসপাতালে পাঠিয়েছি মামলা করলে করুক' কথা গুলো বললেন নীলফামারী জজকোর্টের আইনজীবীদের সহকারী মুহুরি তোফাজ্জল হোসেন। জানা যায় তিনি জজকোর্টের মুহুরি হওয়ার সুবাদে বিভিন্ন আইনজীবীর সাথে সম্পর্কের ফায়দা লুটেন এলাকার দুস্থ অসহায় মানুষদের কাছে, কথায় কথায় হুমকিধামকি দেন বলে এলাকার অনেকে জানিয়েছেন। গত ১৯ জুন বিকেলে নীলফামারী সদরের চাপড়া সরমজানি ইউনিয়নের সিট চাপড়া এলাকার নিরিহ কৃষক আব্দুর রশিদের জমিনে জোরপূর্বক গাছ লাগাতে গেলে, বাধা দিলে মুহুরি তোফাজ্জল সহ তার ছেলেপেলে হামলা করে প্রতিপক্ষ আব্দুর রশিদের ওপর এতে আব্দুর রশিদ গুরতর জখম হয়। পরে তাকে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। এবিষয়ে অত্র ইউনিয়নের আইনুল বলেন, এরা দুই পরিবার একই বংশের, এরকম ঝগড়া বিবাদ লেগেই থাকে তোফাজ্জল হোসেন বদরাগী মানুষ হিসেবে এলাকার সবাই জানে। এবিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা জাহাঙ্গীর আলম লালন শাহ বলেন, বিষয় টি লোকমুখে শুনেছি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবো।
এলাকার সাধারণ মানুষ এই ঝগড়াঝাটি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এদিকে আব্দুর রশিদের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন তার ছেলে আশিক হোসেন।