1. [email protected] : দৈনিক বিজয়ের বানী : দৈনিক বিজয়ের বানী
  2. [email protected] : Hasan :
  3. [email protected] : dev : dev
মোংলায় চাঁদপাই ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা - dainikbijoyerbani.com
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
ad

মোংলায় চাঁদপাই ইউনিয়নে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১০৩ Time View

মোংলা প্রতিনিধি। স্বচ্ছতা, জবাবদিহিতা-উন্মুক্ত বাজেট উন্নয়নের সফলতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মোংলার ১ নং চাঁদপাই ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উম্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। শুক্রবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে চাঁদপাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত উম্মুক্ত বাজেট সভায় বক্তৃতা উপস্থিত ছিলেন, ব্র্যাকের প্রজেক্ট ম্যানেজার শফিকুর রহমান স্বপন, জলবায়ু পরিবর্তন কর্মসূচি ব্র্যাক’র এরিয়া ম্যানেজার মো, শাহাবুদ্দিন, প্রজেক্ট অফিসার রবিউল ইসলাম, ফিল্ড ফ্যাসলিটেটর সিএন আর এস ইভলভ প্রকল্পের অমল বিশ্বাস, ইউপি সদস্য রোকন উদ্দিন হাওলাদার, মো. আনোয়ার হোসেন, মো. হারুন মল্লিক, মো. শফিকুল ইসলাম, মো. কামরুল ইসলাম, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম, অর্পা মল্লিক, সহ অন্যান্যরা। এ সময় শিক্ষক, মুক্তিযোদ্ধা, স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ পরিষদে বর্তমান ও সাবেক ইউপি সদস্যরা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ বছর ৩ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৯২৬ টাকা আয়, ৩ কোটি ২০ লাখ ৫৫ হাজার ৭৭৪ টাকা ব্যয়, এবং ১ লাখ ২৪ হাজার ১৫২ টাকা উদ্বৃত্ত রেখে বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম। ইউনিয়নের যোগাযোগ, অসহায় ও গরিব মানুষ সহায়তা, কর্মহীনদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও ক্রীয়া সাংস্কৃতি স্ব্যাস্থ্য ও স্যানিটেশন, প্রাকৃতিক সম্পদ ব্যাবস্থাপনা, (বৃক্ষরোপন), মানব সম্পদ উন্নয়ন, দুর্যোগ ব্যাবস্থাপন, ঘুর্ণিঝড়ে এলাকায় ক্ষয়-ক্ষতির সহায়তা ও ত্রান, তথ্য প্রযুক্তি, খেলাধুলা, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি, মাতৃত্বকালীন ভাতা এবং মুক্তিযোদ্ধা ভাতা সহ আরো অনেক দিক বিবেচনায় রেখে এবারের বাজেট ঘোষনা করা হয়। বাজেট ঘোষণা ও পরিকল্পনা সভা পরিচালনা করেন চাঁদপাই ইউনিয়নের সচিব অভিজিৎ দাস শাওন। । উম্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় ইউনিয়নের সকল শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান মোল্লা মো. তারিকুল ইসলাম বলেন, প্রতি বাজেট ঘোষণার সময়ই আমি চেষ্টা করি একটি জনবান্ধব বাজেট উপস্থাপন করার। আমরা যে বাজেট তৈরি করি তা সব সময় আমাদের ইউনিয়নের মানুষের কথা মাথা রেখেই করি। চেয়ারম্যান বলেন, এ বাজেট যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে অর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সহায়ক হবে। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী এ ইউনিয়নকে একটি স্মার্ট ইউনিয়নে পরিনত করতে। সেই সাথে আধুনিক মডেল ও সেরা ইউনিয়ন হিসাবে গড়ে তুলতে চাই, এই জন্য ইউনিয়নবাসীর মান উন্নয়নের কথা বিবেচনা করেই এবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এলাকার সাধারণ জনগণ মনে করেন তার ভেতর স্বচ্ছতা আছে বলেই তিনি বিগত কয়েক বছর যাবত একইভাবে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষের উপস্থিতিতে বাজেট ঘোষণা করে আসছেন। তাই এলাকাবাসী উপজেলার প্রতিটি ইউনিয়নেই এধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাজেট ঘোষণা ও ইউপি চেয়ারম্যানদের কাজের স্বচ্ছতা দেখতে চান। বাজেট অনুষ্ঠান শেষে চাঁদপাই ইউপি পরিষদের পক্ষ থেকে উপস্থিত আগাত অতিথি বৃন্দকে আপ্যায়নের ব্যাবস্থা করা হয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে।

ad

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
ad
ad
© All rights reserved 2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: সীমান্ত আইটি