বায়জিদ হোসেন, মোংলা:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মোংলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে মাঠ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজিত এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি শামিমা আক্তার লাইজু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির সদস্য আব্দুল হালিম খোকন, দিগরাজ ডিগ্রি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বাবু তুষার কুমার গাইন, বিদ্যুৎসাহী সদস্য শেখ মুস্তাফিজুর রহমান জনি, সাবেক সভাপতি শেখ আবু সাঈদ (বাপ্পি), সাবেক সাধারণ সম্পাদক মো. নাহিদ হাসান সহ মোংলা উপজেলা, পৌর, বুড়িরডাঙ্গা ইউনিয়ন ও দিগরাজ কলেজ শাখার বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।
বক্তারা ছাত্রদলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানানিয়ে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে আমরা কোনো কর্মসূচি পুলিশ ও ছাত্রলীগের মামলা-হামলা ছাড়া করতে পারিনি। ফলে দীর্ঘ সময় পর বাধাহীন ও স্বাধীনভাবে এই কমসূচি পালিত হওয়ায় নেতাকর্মীরা ভয়হীনভাবে উপস্থিতি হয়েছে। এটাই বাকস্বাধীনতা ও গণতন্ত্রের প্রকৃত রূপ। আগামীতে দেশের যে কোনো প্রয়োজনে যেমন অগ্রগামী থাকবে ছাত্রদল তেমনি সব অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদী কন্ঠস্বর হয়ে রাজপথেও থাকবে নেতাকর্মীরা।
প্রধান অতিথি শামিমা আক্তার লাইজু তার বক্তব্যে বলেন,
ছাত্র-জনতার আন্দোলনের ফলে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে। এই নতুন বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে সবুজ শ্যামলা ও উন্নয়নশীল দেশ হিসেবে গড়তে ছাত্রদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে।
‘জাতি গঠনে ছাত্রদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সুসংগঠিত ছাত্র সংগঠন একটি সুন্দর সমাজ ও জাতি উপহার দিতে পারে।’ তিনি ছাত্রদলের মোংলার সকল নেতা-কর্মীদের দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্টান আয়োজন করা হয়।
Leave a Reply