মোংলা প্রতিনিধি
মোংলায় কুকুরের ভ্যাকসিন নিয়ে কথা কাটাকাটির জেরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের
দুইজনই আহত হয়েছেন। এ ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) উপজেলার সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন চিলা ইউনিয়নের শাজাহান খান এর ছেলে সুন্দর আলী খান (৩২) ও সুন্দরবন ইউনিয়নের আমির মল্লিকের ছেলে আল-হাদী মল্লিক। এ ঘটনায় ভাইর পক্ষে বাঁশতলা গ্রামের তাহের খান এর ছেলে মারুপ খান বাদী হয়ে আল-হাদী সহ আরো ১৬ জনের নাম উল্লেখ করে রাতে মোংলা থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জেরে সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা গ্রামের আল-হাদী সহ আরো অনেকে তার চাচাতো ভাইকে পিটিয়েছে। অন্যদিকে প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে থানায় লিখিত অভিযোগ করেছেন আল-হাদী মল্লিক। অভিযোগে হাদী উল্লেখ করেন, আমি বাড়ি থেকে বের হলে আমাকে ব্যাঙ্গ করে (কেটিহাদী) ডেকে বলে ভ্যাকসিন দিবি নাকি। আমি বলি ভ্যাকসিন তো দেওয়া শেষ। তারা বলে আমাদের দিবি নাকি। আমি বলি আসলেতো দিবো। তারা বলে ভ্যাকসিন দে! এক পর্যায় তাদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং আমাকে দা দিয়ে এলেপাথারি কুপিয়ে জখম করে। আমার মাথার পিছনে হাতে ও আঙ্গুলে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
আমি আহত হয়ে পড়লে আমাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সোমবার সন্ধ্যায় মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম দু’পক্ষের দায়েরকৃত অভিযোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি ব্যবস্থা গ্রহনের বিষয়টি পক্রিয়াধীন আছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।