বায়জিদ হোসেন, মোংলাঃ
মোংলায় বসতঘর আগুনে পুড়ে নিঃস্ব হয়ে পড়া বিধবা পরিবারের পাশে দাঁড়িয়েছেন সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহবায়ক লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা বিধবা রেবেকা বেগমের (৫৫) বসত ঘরটি গ্যাসের চুলা থেকে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। লায়ন ফরিদ এ খবর পেয়ে শনিবার বিকেলে স্থানীয় দলীয় নেতা-কর্মীদেরকে দিয়ে খাদ্য ও অর্থ সহায়তা প্রদাণ করেন বিধবা পরিবার টিকে। বিএনপি নেতা লায়ন ফরিদের পক্ষ থেকে এ সহায়তা ক্ষতিগ্রস্থের হাতে পৌঁছে দেন মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, থানা যুবদলের সদস্য সচিব সফরুল হায়দার সুজন মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম ও সদস্য সচিব মীর সাগর। ক্ষতিগ্রস্থ পরিবারটিকে সহায়তা স্বরুপ দেয়া হয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ ও নগদ অর্থ। রেবেকা বেগমের স্বামী পান্না কয়েক বছর পূর্বে দুর্ঘটনার শিকার হয়ে মারা যান। রেবেকার সংসারে ৮ ছেলে-মেয়ে রয়েছে। পরিবার চালাতে রেবেকা নিজে স্থানীয় একটি প্লাস্টিক কারখানায় দিনমজুরের কাজ করেন। একমাত্র বসতঘরটি আগুনে পুড়ে যাওয়ায় পরিবার নিয়ে একেবারেই নিঃস্ব হয়ে পড়েছেন তিনি। তিনি স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করেছেন।