মোংলা প্রতিনিধি।
সুন্দরবনের আত্মসমর্পণকারী সাবেক দস্যুদেরকে ঈদ উপহার সামগ্রী দিয়েছে দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৮)। আজ সোমবার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে মোংলা বন্দরের পিকনিক কর্নারে ২৮৪ জনের সাবেক দস্যু পরিবারের মধ্যে এ উপহার সামগ্রী প্রদান করেন র্যাব-৮ এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান আত্মসমর্পণকারী ২৭টি পরিবারের ২৮৪ জনের প্রত্যেককে চাল, তেল, ঘি, সেমাই, চিনি, দুধ, লবণ, কিসমিস, জিরা, মসলা, পেঁয়াজ, আলু, বাদাম ও নগদ অর্থ দেওয়া হয়।
ঈদ উপহার সামগ্রী বিতরণের সময় লে. কর্নেল মাহমুদুল হাসান বলেন, ‘২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে পুরোপুরি দস্যুমুক্ত ঘোষণা করার পর সেখানে এখন সুবাতাস বইছে। ফলে জেলেদের কষ্টার্জিত উপার্জনের ভাগও কাউকে দিতে হচ্ছে না। সুন্দরবনে মৌয়ালী, বাওয়ালী, বনজীবী, বন্যপ্রাণী এখন সবই নিরাপদে রয়েছে। প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় ও স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং র্যাবের সক্রিয় অংশগ্রহণে সুন্দরবন আজ দস্যুমুক্ত। আত্মসমর্পণকারী সাবেক এ দস্যুদের সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।
Leave a Reply