বায়জিদ হোসেন, মোংলাঃ
"মুজিব বর্ষের সফলতা দূর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা" প্রতিপাদ্য'কে সামনে রেখে বাগেরহাটের মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়ন পরিষদে ইউনিয়ন সিপিপি'র আয়োজনে সোমবার (১৪ মার্চ) বেলা ১১ টায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষীণ করে আবার পরিষদে এসে শেষ হয়। পরে ইউনিয়ন চত্বরে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় ইউনুছ আলী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক শেখর চন্দ্র মজুমদার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গাজী খলিলুর রহমান ইউনিট টিম লিডার মোঃ আবুল হোসেন (ঢালি), ইউনিয়ন টিম লিডার দেবাশিস মন্ডল উওম কুমার বিশ্বাস, শান্তনা বিশ্বাস, মোঃ মনিরুজ্জামান বক্তৃতা রাখেন। আলোচনায় বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকবেই। তবে দুর্যোগ প্রতিরোধে সবাইকে কৌশলটি জানতে হবে। আমরা যখন নিজেরাই প্রকৃতির উপর অত্যাচার করব, প্রকৃতিও ঠিক তেমনভাবে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। দেশের বিভিন্ন স্থানের গাছপালা কেটে ফেলার কারণে বর্জপাত এখন বেড়ে গেছে। বজ্রপাত প্রতিরোধে আমাদের বাড়ির আঙ্গিনাসহ আশপাশের জমি এবং রাস্তার দুইপাশে তালগাছসহ বিভিন্ন প্রজাতির গাছ লাগাতে হবে এবং গাছগুলো সঠিকভাবে পরিচর্যা করতে পারলে তাহলেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা দুর্যোগ ও ঝুঁকিমুক্ত সোনার বাংলা উপহার দিতে পারবো। বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা পরবর্তী সময়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছিলেন। উপকলীয় বনায়নের মাধ্যমে ঘূর্ণিঝড় মোকাবিলা, বন্যা আশ্রয়কেন্দ্র এবং মুজিব কিল্লা নির্মাণের কাজও তখন থেকে শুরু হয়েছিল। বর্তমান সরকার গত কয়েক বছরে প্রাকৃতিক এবং মানবসৃষ্ট দুর্যোগজনিত কারণে জনগণের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতিরোধে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী হালনাগাদ করা হয়েছে। দুর্যোগকে অন্তর্ভূক্ত করে ‘ব-দ্বীপ পরিকল্পনা ২১০০’ গ্রহণ করা হয়েছে। দুর্যোগে জীবন ও সম্পদের ঝুঁকিহ্রাসের ক্ষেত্রে বাংলাদেশের দুর্যোগঝুঁকি ব্যবস্থাপনা বর্তমানে বিশ্বে ‘রোল মডেল’ হিসেবে স্বীকৃত। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নানাবিধ কার্যক্রম ও কর্মসূচিতে অনুপ্রাণিত বাংলাদেশের মানুষ যে কোন দুর্যোগে নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষায় সচেষ্ট এবং প্রস্তুত থাকার মনোবল অর্জন করেছে। এ সময় ইউনিয়নের সকল সি,পি,পি'র সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।