বায়জিদ হোসেন, বাগেরহাটঃ
কোস্টগার্ড পশ্চিম জোনের অধিনস্ত বিসিজি বেইজ মংলার একটি টহল দল বুধবার ৮ ডিসেম্বর সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৫ টি বিরল প্রজাতির কচ্ছপসহ একজনকে আটক করেছে। বৃহস্পতিবার ৯ ডিসেম্বর দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তি এতথ্য জানান কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. হাসানুজ্জামান। তিনি বলেন, সুন্দরবন সংলগ্ন আশ-পাশের এলাকাসমূহে বণ্যপ্রাণী পাচারকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে
কোস্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি বেইজ মংলার একটি টহল দল বুধবার সকাল ১০ টায় দিগরাজ বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫৫টি বিলুপ্তপ্রায় মিঠাপানির কচ্ছপ উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় জড়িত থাকার অপরাধে একজন পাচারকারীকে আটক করা হয়।
আটক পাচারকারীর নাম মোঃ তোহিদ সরদার (৩০)। উদ্ধারকৃত কচ্ছপ ওইদিন বিকালে প্রাণীসম্পদ অধিদপ্তরের হস্তান্তর করা হয়েছে। আটককৃত তোহিদ সরদারকে পরবর্তীতে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও বন্যপ্রাণী রক্ষা পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা, ডাকাতি দমন, মাদক নিয়ন্ত্রন ও জননিরাপত্তায় পাশাপাশি উপকূলীয় নদী ও সমুদ্র এলাকায় যে কোন ধরনের উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।