বায়জিদ হোসেন, বাগেরহাটঃ
"১০০০ সোনালী দিন মা'ও শিশুর যত্ন নিন, সবাই দেব দৃষ্টি, নিশ্চিত করবো পুষ্টি" স্লোগানে
ইউরোপীয় ইউনিয়ন এর অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড এর নেতৃত্ব এবং ওয়াটার এইড বাংলাদেশ এর কারিগরী সহায়তায় রূপান্তর এর বাস্তবায়নে পুষ্টি উন্নয়নে অংশগ্রহণ মূলক সমন্বিত প্রকল্প (ক্রেইন) এর আওতায় মোংলার চাঁদপাই ইউনিয়নের মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায় পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে ইয়ুথ ক্যাম্পেইন অনুষ্টিত হয়। রবিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় আয়োজিত ক্যাম্পেইনে চাঁদপাই মেছেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান সিক্ষক স্বদেশ মন্ডল এর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার এস এ আনোয়ারুল কুদ্দুস, সহকারি প্রধান শিক্ষক অসিত কুমার গুপ্ত, ইউপি সদস্য মোঃ রোকন উদ্দিন হাওলাদার, মোঃ সফিকুল ইসলাম, ১.২.৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাবেয়া বেগম,
প্রশান্ত চক্রবর্তী, রিজেনাল কডিনেটর ফ্রেন্ডশিপ এর
মকবুল হোসেন, সুর্যের হাসি ক্লিনিক ম্যানেজার মিজানুর রহমান, মোঃ আবজাল হোসেন প্রমূখ।
অনুষ্টান সঞ্চলনায় করেন রুপান্তর মোংলা উপজেলা সি এস ও বিপাশা রায়। এর আগে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষে র্যালি, স্বাক্ষর, কুইজ প্রতিযোগিতা, এবং পুরস্কার বিতরনের আয়োজন করা হয়। আয়োজিত ক্যাম্পেইনে বক্তারা বলেন
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সেবার পাশাপাশি পুষ্টি সেবাকে সমান গুরুত্বের সঙ্গে দেখতে হবে।
সন্তান গর্ভে থাকা অবস্থায় মা যদি পুষ্টিহীনতায় ভোগে তাহলে সন্তান ও মা দুজনেরই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সুস্বাস্থ্যের জন্যে দুটি বিষয় খেয়াল রাখতে হবে। পর্যাপ্ত পরিমাণ খাবার ও পুষ্টিকর খাবার খেতে হবে প্রচুর পরিমান প্রাণীজ আমিষ ও শাক-সবজি। চিকিৎসকদের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতায় পুষ্টির মান উন্নয়নের মাধ্যমে সুস্থ ও মেধাবী জনগোষ্ঠী গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন বক্তারা। শেষে চাঁদপাই মেছেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের ৩ বিজয়ী শিক্ষার্থী দের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।