মোংলা প্রতিনিধিঃ
মোংলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সহযোগি সংগঠনের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় মোংলা পোর্ট পৌরসভার মেয়র বীর মুক্তিযুদ্ধা শেখ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে মোংলা উপজেলা ও পৌর আওয়ামীলীগের সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মোংলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সুনীল কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ ইব্রাহীম হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ইস্রাফিল হাওলাদার, সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর যুবলীগের সভাপতি মোঃ কবির হোসেন, সাধারণ সম্পাদক শেখ আল মামুন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আবুল হোসেন,
আওয়ামী লীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিকদার ইয়াছিন আরাফাত, পৌর ছাত্রলীগের সভাপতি কাজী রানা, সাধারণ সম্পাদক শেখ বাপ্পি সহ বিভিন্ন ইউনেটর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর প্রতিফলন ঘটাবেন এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখবেন। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক-এই প্রার্থনা করি। রমজানের পরিপূর্ণ সওয়াব সবার ওপর বর্ষিত হোক। আত্মসংযম, অনুকম্পা ও ক্ষমালাভের মাস রমজান। এ মাসে ত্যাগ স্বীকারের শিক্ষার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ হয়। পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানাই। আসুন, আমরা সকল প্রকার অকল্যাণ পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতা করি। জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি। পরে দেশ, জাতি ও মুসলিম জাহানের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।