বায়জিদ হোসেন, মোংলা বাগেরহাট প্রতিনিধিঃ
মোংলায় হঠাৎ করে আবারো বেড়েছে করোনা সংক্রমণের হার। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপসর্গ নিয়ে পরীক্ষা করাতে আসা চারজনের মধ্যে তিনজনেরই করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এতে শনিবারের করোনা সংক্রমণের হার শতকরা ৭৫ ভাগ বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস।
তিনি বলেন, শনিবারে করোনা ভাইরাস পজেটিভ শনাক্তরা হচ্ছেন রাজিয়া বেগম (২৫), পারভীন বেগম (৪২) ও শাহেরা বেগম (৫৫)। এদের মধ্যে শাহেরা বেগম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। বাকীরা তাদের নিজ বাড়ীতে রয়েছেন। এর আগে বৃহস্পতিবার একজনের করোনা পরীক্ষায় ওই একজনই করোনা পজেটিভ শনাক্ত হন বলেও জানান তিনি। এদিকে মোংলায় হঠাৎ করে করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বিষয়ে ডাঃ জীবিতেষ আরে বলেন, মাঝে করোনা পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে আসার পর মানুষ ব্যাপকভাবে অসচেতন হয়ে পড়েছিলো। আগেও এবং এখনও অধিকাংশ মানুষের মুখে মাস্ক নেই, সামাজিক দূরত্ব নেই, কেউ মানছে না বিধি নিষেধও। যার কারণে মুলত সংক্রমণ বাড়ছে। তাই বড় বিপদ আসার আগেই আমাদের সকলকে যে যার জায়গা থেকে সাবধান ও অধিক সচেতন হতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার বলেন,
প্রতিদিনই নানাভাবে জনসাধারণকে সচেতন করা হচ্ছে। তাতেও সচেতনতা বাড়ছেনা। তাই ২৩ জানুয়ারী রবিবার থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। সে সময় কেউর কোন ধরণের
অজুহাত মেনে নেয়া হবেনা।