বায়জিদ হোসেন, মোংলাঃ
মোংলায় ১২ থেকে ১৭ বছর বয়সের শিক্ষার্থীদেরকে দেয়া হচ্ছে করোনা ভাইরাস প্রতিরোধক টিকা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রবিবার সকাল সাড়ে ৯টায় এ টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। ডাঃ জীবিতেষ বিশ্বাস জানান, স্বাস্থ্য কমপ্লেক্স অভ্যন্তরের পৃথক ৪টি কেন্দ্র থেকে শিক্ষার্থীদেরকে করোনা টিকার প্রথম ডোজ দেয়া হচ্ছে। রবিবার সরকারী এ হাসপাতাল থেকে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের আড়াই হাজার শিক্ষার্থীকে এ টিকা দেয়া হবে। পর্যায়ক্রমে এখানকার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৯,৮০০ শিক্ষার্থীকে দেয়া হবে এ করোনা টিকা।
এদিকে সকাল থেকে করোনা টিকা নিতে আসা শিক্ষার্থীদের ব্যাপক ভিড় জমেছে হাসপাতালে। সবাই আগেভাগে নেয়ার প্রতিযোগীতায় গাদাগাদি ও বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়েছে টিকা কেন্দ্রগুলোতে।
Leave a Reply